প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা

তথ্য কণিকা

গুগল (Google)

  • গুগল ইনকর্পোরেটেড (Google Incorporated) হচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি এবং বিশেষভাবে গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিং'র জন্য বিখ্যাত।
  • গুগল প্রতিষ্ঠিত হয় (প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে)- ৪ সেপ্টেম্বর ১৯৯৮ (মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া)।
  • গুগলের প্রতিষ্ঠাতা হলো- ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।
  • Google-এর সদরদপ্তর বা প্রধান কার্যালয় অবস্থিত- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে।
  • বর্তমানে Alphabet Inc.-এর প্রধান- এরিক স্মিট (এক্সিকিউটিভ চেয়ারম্যান)।
  • গুগলের মূলমন্ত্র হলো- "বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেয়া"।
  • গুগলের অপ্রাতিষ্ঠানিক মূলমন্ত্র হলো- 'Don't be evil'।
  • Google-এর শুরুর নাম হলো- ব্যাকরাব (BackRub)।
  • Google-এর বিভিন্ন অনলাইন সেবাসমূহ হলো- Gmail (ইমেইল সেবা), Google docx (অফিস সুইট), Google plus (সামাজিক নেটওয়ার্ক) ইত্যাদি।
  • সার্চ, মেইল, বিজ্ঞাপন, ক্লাউডসহ নানা ধরনের সেবা দেয়- গুগল।
  • গুগলের 'প্রজেক্ট লুন' প্রকল্প হলো- ইন্টারনেট বঞ্চিত এলাকায় বেলুনের সাহায্যে ইন্টারনেট সম্প্রসারণের একটি প্রকল্প।
  • গুগলে প্রতি সেকেন্ডে সার্চ হয়- ২০ লাখেরও বেশি।
  • গুগলে সার্চ ইন্ডেক্সের আকার- ১০ কোটি গিগা বাইটেরও বেশি।
  • স্ট্রিট ভিউ ম্যাপের জন্য গুগল এখন পর্যন্ত ছবি তুলেছে- প্রায় ৫০ লাখ মাইল রাস্তা।
  • 'গুগল অনুসন্ধান' হলো- গুগলের সবচেয়ে জনপ্রিয় সেবা।
  • গুগল সার্চে সম্প্রতি যোগ হয়েছে- ফ্রি প্যাটেন্ট এবং ট্রেডমার্ক সার্চ।
  • বিশ্বের শীর্ষ ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড।
  • মুক্ত অপারেটিং সফটওয়‍্যার অ্যান্ড্রয়েড- এর উদ্ভাবক- অ্যান্ডি রুবিন ও রিচ মিনার (২০০৩ সালে তৈরি করা হয় এবং ২০০৭ সালের ১৭ আগস্ট গুগল এটি কিনে নেয়)।
  • অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণগুলো হলো- অ্যান্ড্রয়েড-১২ (ফেব্রুয়ারি ২০২১), অ্যান্ড্রয়েড-১১ (সেপ্টেম্বর ২০২০) 'ওরিও' (আগস্ট ২০১৭), নোগাট (২০১৬), মার্শম্যালো (২০১৫), ললিপপ (২০১৪)।
  • গুগলের ৯৯% আয় আসে- বিজ্ঞাপন খাত থেকে।
  • গুগলের দুটি অন্যতম বিজ্ঞাপন সেবা হলো- Google Adwards, Google Adsense।
  • সেবার মান বাড়াতে ২০১১ সালের মার্চে গুগল পরিবর্তন করে- Algorithm।
  • গুগলের সামাজিক নেটওয়ার্ক Google buzz-এর বর্তমান নাম হলো- Google plus।

গুগল সম্পর্কে মজার কিছু তথ্য

  • গুগলে যখন কোনো বিষয় সার্চ দেয়া হয়, তখন আমরা খুব দ্রুত ফল দেখতে পাই কিন্তু মজার বিষয়, গুগল এ ফল দেখানোর আগে কমপক্ষে ২০০টি বিষয় বিবেচনা করে, তবেই তা প্রদর্শন করে।
  • গুগল ও গুগলের নামের আশে-পাশে থাকা অনেক ডোমেইন কিনে রেখেছে গুগল। গুগল লিখতে ভুল হলেও যে ডোমেইন নামগুলো পাওয়া যায়, তার মালিকও গুগল। যেমন: গুওগল ডটকম, গগল (৩/৪০০১) ডটকম, গুগলার ডটকম ইত্যাদি।
  • গুগলের ভিডিও সেবা ইউটিউবে প্রতি মাসে ৬০০ কোটি ঘণ্টার বেশি ভিডিও দেখা হয়, যা বিশ্বে প্রত্যেক মানুষের মাসে এক ঘণ্টা করে ভিডিও দেখার সময়।
  • বিশ্বে লাখ লাখ মানুষের অবস্থার পরিবর্তন করে দিতে সক্ষম এমন কিছু আজব প্রকল্প নিয়ে মাঠে নামে গুগল। যেমন: গুগলের 'প্রজেক্ট লুন' নামের একটি প্রকল্প। এ ছাড়া ক্ষুদ্র জনগোষ্ঠীর কাজে লাগে এমন প্রকল্প নিয়েও কাজ করে গুগল। যেমন: ২০১২ সালে জি-মেইলে শেরকি ভাষা চালু করে গুগল।

Google-এর পরিষেবা

পরিষেবা বিবরণ
Google সার্চ ইঞ্জিন
Google + সামাজিক নেটওয়ার্কিং সেবা (যাত্রা শুরু ২৮ জুন ২০১১)
Google Buzz সামাজিক যোগাযোগ সেবা (চালু হয় ৯ ফেব্রুয়ারি ২০১০)
Google chrome ওয়েব ব্রাউজার
Google docx অফিস সুইট
Gmail ইমেইল সেবা (চালু হয় ২১ মার্চ ২০০৪)
গুগল টক ইনস্ট্যান্ট ম্যাসেজিং এপ্লিকেশন
Picaso ছবি সংগঠিত এবং সম্পাদন করার সফটওয়্যার
গুগল মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ব্রাউজার অপারেটিং সিস্টেম। (পঞ্চম সংস্করণের নাম-Lolipop)
Google News সংবাদ সেবা (চালু হয় ২০০২ সালের মার্চ মাসে)
Google e-book ইন্টারনেটে বইয়ের সেবা (চালু হয় ২০১০ সালে)

মাইক্রোসফ্ট (Microsoft)

  • মাইক্রোসফ্ট কর্পোরেশন হলো- যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন। যা কম্পিউটার ডিভাইসের জন্য সফটওয়্যার তৈরি, লাইসেন্স দেয়া এবং পৃষ্ঠপোষকতা করে থাকে।
  • মাইক্রোসফ্ট প্রতিষ্ঠিত হয়- ১৯৭৫ সালের ৪ এপ্রিল আলবাকার্কি, নিউ মেক্সিকো, যুক্তরাষ্ট্র।
  • মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা- বিল গেটস ও পল অ্যালেন।
  • মাইক্রোসফ্ট কর্পোরেশন-এর সদর দপ্তর অবস্থিত- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে।
  • মাইক্রোসফটের জনপ্রিয় সফ্টওয়্যার হলো- মাইক্রোসফ্ট উইন্ডোজ, মাইক্রোসফ্ট অফিস এবং স্কাইপ।
  • ডেভেলপারদের জন্য বেশ জনপ্রিয় সফ্টওয়্যার হলো- মাইক্রোসফ্ট ভিজুয়াল স্টুডিও এবং মাইক্রোসফ্ট এসকিউএল সার্ভার।
  • মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সংস্করণগুলো হলো- Windows 10, Windows 8.1, Windows 8, Windows 7, Windows Vista, Windows XP, Windows 2000, Windows 98, Windows 95, Windows NT ইত্যাদি।
  • মাইক্রোসফটের একটি কম্পিউটার হার্ডওয়্যার হলো- মাইক্রোসফট মাউস।
  • মাইক্রোসফটের কম্পিউটার হোম এন্টারটেইনমেন্ট হলো- এক্সবক্স, এক্সবক্স ৩৬০।
  • মাইক্রোসফটের মিডিয়ারুম হলো- সেট-টপ বক্স।
  • বর্তমানে মাইক্রোসফটের প্রধান ব্যক্তি-
    • জন ডব্লিউ থমসন (চেয়ারম্যান)
    • সত্য নাদেলা (প্রধান নির্বাহী কর্মকর্তা)
    • বিল গেটস (প্রযুক্তি পরামর্শক)
  • ২৯ মার্চ ২০১৩ Microsoft চালু করে- প্যাটেন্ট ট্র্যাকার।
  • ৩ সেপ্টেম্বর ২০১৩ Microsoft সাত বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়- নকিয়া মোবাইল।
  • মাইক্রোসফটের পণ্যসমূহ- Microsoft Windows, Microsoft Office, Microsoft Server, Skype, Azura, Xbox, Mobile ইত্যাদি।
  • Microsoft-এর পরিষেবাসমূহ হলো- MSN, Bing, One drive, MSDN, Outlook.com, TechNet, Xbox Live, LinkedIn।
  • Microsoft-এর সার্চ ইঞ্জিনের নাম- Bing।

আইবিএম (IBM)

  • আইবিএম (IBM)-এর পূর্ণরূপ হলো- International Business Machines Corporation।
  • আইবিএম (IBM)-এর প্রতিষ্ঠাতা- টমাস জন ওয়াটসন।
  • আইবিএম (IBM)-এর সদর দপ্তর- Armonk, New York, U.S. I
  • আইবিএম (IBM) সর্বপ্রথম ব্যবসা শুরু করে ১৯৫৪ সালে- IBM-701 কম্পিউটার এর মাধ্যমে।
  • যুক্তরাষ্ট্রের বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হলো- আইবিএম (IBM)।
  • আইবিএম (IBM) প্রতিষ্ঠিত হয়- ১৬ জুন ১৯১১ (Endicott, New York, U.S.) 1
  • আইবিএম (IBM) কোম্পানির প্রতিষ্ঠাকালীন নাম ছিল- Computing Tabulating Recording Company (CTR)।
  • CTR গঠিত হয় তিনটি কোম্পানি নিয়ে। যথা:
    • The Tabulating Machine Company;
    • The International Time Recording Company;
    • The Computing Scale Company.
  • CTR-এর নাম পরিবর্তন করে IBM রাখা হয়- ১৯২৪ সালে।
  • IBMNM-এর পূর্ণরূপ- IBM Network Management
  • আইবিএমের উল্লেখযোগ্য উদ্ভাবন
    1. Automated teller machine (ATM)
    2. Floppy disk
    3. Hard disk drive
    4. Electronic keypunch
    5. Magnetic stripe card
    6. Virtual machine
    7. Scanning tunneling microscope
    8. Reduced instruction set computing
    9. Relational database
    10. Universal Product Code (UPC)
    11. SABRE airline reservation system
    12. Dynamic Random Access Memory (DRAM)
    13. Watson artificial intelligence

অ্যাপল (Apple)

  • 'অ্যাপল' হলো- একটি মার্কিন কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান।
  • 'অ্যাপল' প্রতিষ্ঠানটির প্রাথমিক নাম ছিল- অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেশন।
  • স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনান্ড ওয়েন মিলে 'অ্যাপল' কম্পিউটার প্রতিষ্ঠা করেন- যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে।
  • 'অ্যাপল' কম্পিউটার বাজারে আসে- ১৯৭৬ সালের ১ জুলাই।
  • 'অ্যাপলের' প্রথম কম্পিউটার হলো-অ্যাপল-১।
  • স্টিভ জবস-এর পুরো নাম হলো- স্টিভেন পল জবস।
  • অ্যাপলের সদর দপ্তর- ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে।
  • অ্যাপলের উদ্ভাবনসমূহ হলো- Mac iPod, iPhone, iPad mini, Apple TV, iOS, SX ইত্যাদি।
  • Apple এর বর্তমান Chairman ও CEO যথাক্রমে- Arther D. Levinson Tim Cook I
  • Apple-এর পরিষেবাসমূহ হচ্ছে- Apple Store, Mac App Store, iOS App Store, iTunes Store, iCloud ইত্যাদি।
  • Apple-এর প্রথম উদ্ভাবন ছিল- একটি সাধারণ সার্কিট বোর্ড।

iPad

  • বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ২ নভেম্বর ২০১২ বাজারে আনে- iPad mini।
  • iPad হলো- 4th Generation Computer (ট্যাবলেট কম্পিউটার)।

iPhone

  • আইফোন হলো- অ্যাপল ইনকর্পোরেটেড দ্বারা নির্মিত একটি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন।
  • অ্যাপলের সাবেক CEO, Steve Jobs প্রথম আইফোন অবমুক্ত করেন- ৯ জানুয়ারি ২০০৭।
  • আইফোনের ব্যবহারসমূহ- ভিডিও ক্যামেরা, ক্যামেরা ফোন, বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট মাধ্যম, ভিজ্যুয়াল ভয়েস মেইলসহ ওয়াইফাই ও থ্রিজি কানেকটর হিসেবে।
  • আইফোনে রয়েছে- ভার্চুয়াল কী বোর্ডের সুবিধা।
  • অ্যাপলিকেশন সফটওয়‍্যারগুলো ডাউনলোড করা যায়- আইফোনের অ্যাপ স্টোর থেকে।
  • আইফোনকে সহজে ব্যবহার করা যায়- খেলাধুলা, জিপিএস, নেভিগেশন, টেলিভিশন, চলচ্চিত্র দেখার কাজে।

ইন্টেল (Intel)

  • ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়- ১৮ জুলাই ১৯৬৮।
  • ইন্টেল কর্পোরেশন হলো- বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
  • ইন্টেল পণ্যসমূহ হলো- Bluetooth Chipset, Flash Memory, Microprocessor, Motherboard, NIC ইত্যাদি।
  • ইন্টেলের প্রতিষ্ঠাতা বা জনক হিসেবে পরিচিত গর্ডন ই. মুর ও রবার্ট নয়েচ।
  • ইন্টেলের প্রথম পণ্য ছিল- Shift Register Memory।
  • ইন্টেলের প্রথম কমদামি নোটবুক হলো- Classmate PC।
  • ইন্টেলের প্রথম বাণিজ্যিক প্রসেসর Intel 4004 আবিষ্কৃত হয়- ১৯৭১ সালে।
  • ইন্টেলের প্রথম প্রসেসর আবিষ্কার করেন- Marcian Hoff, Federico Faggin, Stanley Mazor এবং Masatoshi Shima।

একনজরে টেক-জায়ান্ট

নাম প্রতিষ্ঠাকাল প্রতিষ্ঠাতা সদর দপ্তর
আইবিএম (IBM) ১৬ জুন ১৯১১ টমাস জন ওয়াটসন আরমঙ্ক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ইন্টেল (Intel) ১৮ জুলাই ১৯৬৮ গর্ডন ই. মুর এবং রবার্ট নয়েস সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
মাইক্রোসফট (Microsoft) ৪ এপ্রিল ১৯৭৫ বিল গেটস এবং পল অ্যালেন রেডমন্ড, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
অ্যাপল (Apple) ১ এপ্রিল ১৯৭৬ স্টিভেন পল জবস, রোনাল্ড ওয়েন এবং স্টিভ ওয়াজনিয়াক কুপারটিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
গুগল (Google) ৪ সেপ্টেম্বর ১৯৯৮ ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র

Start Practice Test