প্রযুক্তির বড় প্রতিষ্ঠান ও তাদের সেবা
তথ্য কণিকা
গুগল (Google)
- গুগল ইনকর্পোরেটেড (Google Incorporated) হচ্ছে- মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক ইন্টারনেট এবং সফটওয়্যার কোম্পানি এবং বিশেষভাবে গুগল সার্চ ইঞ্জিন, অনলাইন বিজ্ঞাপন সেবা এবং ক্লাউড কম্পিউটিং'র জন্য বিখ্যাত।
- গুগল প্রতিষ্ঠিত হয় (প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে)- ৪ সেপ্টেম্বর ১৯৯৮ (মেনলো পার্ক, ক্যালিফোর্নিয়া)।
- গুগলের প্রতিষ্ঠাতা হলো- ল্যারি পেজ ও সের্গেই ব্রিন।
- Google-এর সদরদপ্তর বা প্রধান কার্যালয় অবস্থিত- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউ শহরে।
- বর্তমানে Alphabet Inc.-এর প্রধান- এরিক স্মিট (এক্সিকিউটিভ চেয়ারম্যান)।
- গুগলের মূলমন্ত্র হলো- "বিশ্বের তথ্য সন্নিবেশিত করে তাকে সবার জন্য সহজলভ্য করে দেয়া"।
- গুগলের অপ্রাতিষ্ঠানিক মূলমন্ত্র হলো- 'Don't be evil'।
- Google-এর শুরুর নাম হলো- ব্যাকরাব (BackRub)।
- Google-এর বিভিন্ন অনলাইন সেবাসমূহ হলো- Gmail (ইমেইল সেবা), Google docx (অফিস সুইট), Google plus (সামাজিক নেটওয়ার্ক) ইত্যাদি।
- সার্চ, মেইল, বিজ্ঞাপন, ক্লাউডসহ নানা ধরনের সেবা দেয়- গুগল।
- গুগলের 'প্রজেক্ট লুন' প্রকল্প হলো- ইন্টারনেট বঞ্চিত এলাকায় বেলুনের সাহায্যে ইন্টারনেট সম্প্রসারণের একটি প্রকল্প।
- গুগলে প্রতি সেকেন্ডে সার্চ হয়- ২০ লাখেরও বেশি।
- গুগলে সার্চ ইন্ডেক্সের আকার- ১০ কোটি গিগা বাইটেরও বেশি।
- স্ট্রিট ভিউ ম্যাপের জন্য গুগল এখন পর্যন্ত ছবি তুলেছে- প্রায় ৫০ লাখ মাইল রাস্তা।
- 'গুগল অনুসন্ধান' হলো- গুগলের সবচেয়ে জনপ্রিয় সেবা।
- গুগল সার্চে সম্প্রতি যোগ হয়েছে- ফ্রি প্যাটেন্ট এবং ট্রেডমার্ক সার্চ।
- বিশ্বের শীর্ষ ব্যবহৃত স্মার্টফোন অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড।
- মুক্ত অপারেটিং সফটওয়্যার অ্যান্ড্রয়েড- এর উদ্ভাবক- অ্যান্ডি রুবিন ও রিচ মিনার (২০০৩ সালে তৈরি করা হয় এবং ২০০৭ সালের ১৭ আগস্ট গুগল এটি কিনে নেয়)।
- অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণগুলো হলো- অ্যান্ড্রয়েড-১২ (ফেব্রুয়ারি ২০২১), অ্যান্ড্রয়েড-১১ (সেপ্টেম্বর ২০২০) 'ওরিও' (আগস্ট ২০১৭), নোগাট (২০১৬), মার্শম্যালো (২০১৫), ললিপপ (২০১৪)।
- গুগলের ৯৯% আয় আসে- বিজ্ঞাপন খাত থেকে।
- গুগলের দুটি অন্যতম বিজ্ঞাপন সেবা হলো- Google Adwards, Google Adsense।
- সেবার মান বাড়াতে ২০১১ সালের মার্চে গুগল পরিবর্তন করে- Algorithm।
- গুগলের সামাজিক নেটওয়ার্ক Google buzz-এর বর্তমান নাম হলো- Google plus।
গুগল সম্পর্কে মজার কিছু তথ্য
- গুগলে যখন কোনো বিষয় সার্চ দেয়া হয়, তখন আমরা খুব দ্রুত ফল দেখতে পাই কিন্তু মজার বিষয়, গুগল এ ফল দেখানোর আগে কমপক্ষে ২০০টি বিষয় বিবেচনা করে, তবেই তা প্রদর্শন করে।
- গুগল ও গুগলের নামের আশে-পাশে থাকা অনেক ডোমেইন কিনে রেখেছে গুগল। গুগল লিখতে ভুল হলেও যে ডোমেইন নামগুলো পাওয়া যায়, তার মালিকও গুগল। যেমন: গুওগল ডটকম, গগল (৩/৪০০১) ডটকম, গুগলার ডটকম ইত্যাদি।
- গুগলের ভিডিও সেবা ইউটিউবে প্রতি মাসে ৬০০ কোটি ঘণ্টার বেশি ভিডিও দেখা হয়, যা বিশ্বে প্রত্যেক মানুষের মাসে এক ঘণ্টা করে ভিডিও দেখার সময়।
- বিশ্বে লাখ লাখ মানুষের অবস্থার পরিবর্তন করে দিতে সক্ষম এমন কিছু আজব প্রকল্প নিয়ে মাঠে নামে গুগল। যেমন: গুগলের 'প্রজেক্ট লুন' নামের একটি প্রকল্প। এ ছাড়া ক্ষুদ্র জনগোষ্ঠীর কাজে লাগে এমন প্রকল্প নিয়েও কাজ করে গুগল। যেমন: ২০১২ সালে জি-মেইলে শেরকি ভাষা চালু করে গুগল।
Google-এর পরিষেবা
পরিষেবা | বিবরণ |
---|---|
সার্চ ইঞ্জিন | |
Google + | সামাজিক নেটওয়ার্কিং সেবা (যাত্রা শুরু ২৮ জুন ২০১১) |
Google Buzz | সামাজিক যোগাযোগ সেবা (চালু হয় ৯ ফেব্রুয়ারি ২০১০) |
Google chrome | ওয়েব ব্রাউজার |
Google docx | অফিস সুইট |
Gmail | ইমেইল সেবা (চালু হয় ২১ মার্চ ২০০৪) |
গুগল টক | ইনস্ট্যান্ট ম্যাসেজিং এপ্লিকেশন |
Picaso | ছবি সংগঠিত এবং সম্পাদন করার সফটওয়্যার |
গুগল মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড | ব্রাউজার অপারেটিং সিস্টেম। (পঞ্চম সংস্করণের নাম-Lolipop) |
Google News | সংবাদ সেবা (চালু হয় ২০০২ সালের মার্চ মাসে) |
Google e-book | ইন্টারনেটে বইয়ের সেবা (চালু হয় ২০১০ সালে) |
মাইক্রোসফ্ট (Microsoft)
- মাইক্রোসফ্ট কর্পোরেশন হলো- যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কম্পিউটার প্রযুক্তি কর্পোরেশন। যা কম্পিউটার ডিভাইসের জন্য সফটওয়্যার তৈরি, লাইসেন্স দেয়া এবং পৃষ্ঠপোষকতা করে থাকে।
- মাইক্রোসফ্ট প্রতিষ্ঠিত হয়- ১৯৭৫ সালের ৪ এপ্রিল আলবাকার্কি, নিউ মেক্সিকো, যুক্তরাষ্ট্র।
- মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা- বিল গেটস ও পল অ্যালেন।
- মাইক্রোসফ্ট কর্পোরেশন-এর সদর দপ্তর অবস্থিত- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের রেডমন্ড শহরে।
- মাইক্রোসফটের জনপ্রিয় সফ্টওয়্যার হলো- মাইক্রোসফ্ট উইন্ডোজ, মাইক্রোসফ্ট অফিস এবং স্কাইপ।
- ডেভেলপারদের জন্য বেশ জনপ্রিয় সফ্টওয়্যার হলো- মাইক্রোসফ্ট ভিজুয়াল স্টুডিও এবং মাইক্রোসফ্ট এসকিউএল সার্ভার।
- মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সংস্করণগুলো হলো- Windows 10, Windows 8.1, Windows 8, Windows 7, Windows Vista, Windows XP, Windows 2000, Windows 98, Windows 95, Windows NT ইত্যাদি।
- মাইক্রোসফটের একটি কম্পিউটার হার্ডওয়্যার হলো- মাইক্রোসফট মাউস।
- মাইক্রোসফটের কম্পিউটার হোম এন্টারটেইনমেন্ট হলো- এক্সবক্স, এক্সবক্স ৩৬০।
- মাইক্রোসফটের মিডিয়ারুম হলো- সেট-টপ বক্স।
- বর্তমানে মাইক্রোসফটের প্রধান ব্যক্তি-
- জন ডব্লিউ থমসন (চেয়ারম্যান)
- সত্য নাদেলা (প্রধান নির্বাহী কর্মকর্তা)
- বিল গেটস (প্রযুক্তি পরামর্শক)
- ২৯ মার্চ ২০১৩ Microsoft চালু করে- প্যাটেন্ট ট্র্যাকার।
- ৩ সেপ্টেম্বর ২০১৩ Microsoft সাত বিলিয়ন ডলারের বিনিময়ে কিনে নেয়- নকিয়া মোবাইল।
- মাইক্রোসফটের পণ্যসমূহ- Microsoft Windows, Microsoft Office, Microsoft Server, Skype, Azura, Xbox, Mobile ইত্যাদি।
- Microsoft-এর পরিষেবাসমূহ হলো- MSN, Bing, One drive, MSDN, Outlook.com, TechNet, Xbox Live, LinkedIn।
- Microsoft-এর সার্চ ইঞ্জিনের নাম- Bing।
আইবিএম (IBM)
- আইবিএম (IBM)-এর পূর্ণরূপ হলো- International Business Machines Corporation।
- আইবিএম (IBM)-এর প্রতিষ্ঠাতা- টমাস জন ওয়াটসন।
- আইবিএম (IBM)-এর সদর দপ্তর- Armonk, New York, U.S. I
- আইবিএম (IBM) সর্বপ্রথম ব্যবসা শুরু করে ১৯৫৪ সালে- IBM-701 কম্পিউটার এর মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের বৃহত্তম কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান হলো- আইবিএম (IBM)।
- আইবিএম (IBM) প্রতিষ্ঠিত হয়- ১৬ জুন ১৯১১ (Endicott, New York, U.S.) 1
- আইবিএম (IBM) কোম্পানির প্রতিষ্ঠাকালীন নাম ছিল- Computing Tabulating Recording Company (CTR)।
- CTR গঠিত হয় তিনটি কোম্পানি নিয়ে। যথা:
- The Tabulating Machine Company;
- The International Time Recording Company;
- The Computing Scale Company.
- CTR-এর নাম পরিবর্তন করে IBM রাখা হয়- ১৯২৪ সালে।
- IBMNM-এর পূর্ণরূপ- IBM Network Management
- আইবিএমের উল্লেখযোগ্য উদ্ভাবন
- Automated teller machine (ATM)
- Floppy disk
- Hard disk drive
- Electronic keypunch
- Magnetic stripe card
- Virtual machine
- Scanning tunneling microscope
- Reduced instruction set computing
- Relational database
- Universal Product Code (UPC)
- SABRE airline reservation system
- Dynamic Random Access Memory (DRAM)
- Watson artificial intelligence
অ্যাপল (Apple)
- 'অ্যাপল' হলো- একটি মার্কিন কম্পিউটার নির্মাণকারী প্রতিষ্ঠান।
- 'অ্যাপল' প্রতিষ্ঠানটির প্রাথমিক নাম ছিল- অ্যাপল কম্পিউটার ইনকর্পোরেশন।
- স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনান্ড ওয়েন মিলে 'অ্যাপল' কম্পিউটার প্রতিষ্ঠা করেন- যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে।
- 'অ্যাপল' কম্পিউটার বাজারে আসে- ১৯৭৬ সালের ১ জুলাই।
- 'অ্যাপলের' প্রথম কম্পিউটার হলো-অ্যাপল-১।
- স্টিভ জবস-এর পুরো নাম হলো- স্টিভেন পল জবস।
- অ্যাপলের সদর দপ্তর- ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে।
- অ্যাপলের উদ্ভাবনসমূহ হলো- Mac iPod, iPhone, iPad mini, Apple TV, iOS, SX ইত্যাদি।
- Apple এর বর্তমান Chairman ও CEO যথাক্রমে- Arther D. Levinson Tim Cook I
- Apple-এর পরিষেবাসমূহ হচ্ছে- Apple Store, Mac App Store, iOS App Store, iTunes Store, iCloud ইত্যাদি।
- Apple-এর প্রথম উদ্ভাবন ছিল- একটি সাধারণ সার্কিট বোর্ড।
iPad
- বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ২ নভেম্বর ২০১২ বাজারে আনে- iPad mini।
- iPad হলো- 4th Generation Computer (ট্যাবলেট কম্পিউটার)।
iPhone
- আইফোন হলো- অ্যাপল ইনকর্পোরেটেড দ্বারা নির্মিত একটি আধুনিক ইন্টারনেট ও মাল্টিমিডিয়া সংযুক্ত স্মার্টফোন।
- অ্যাপলের সাবেক CEO, Steve Jobs প্রথম আইফোন অবমুক্ত করেন- ৯ জানুয়ারি ২০০৭।
- আইফোনের ব্যবহারসমূহ- ভিডিও ক্যামেরা, ক্যামেরা ফোন, বহনযোগ্য মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট মাধ্যম, ভিজ্যুয়াল ভয়েস মেইলসহ ওয়াইফাই ও থ্রিজি কানেকটর হিসেবে।
- আইফোনে রয়েছে- ভার্চুয়াল কী বোর্ডের সুবিধা।
- অ্যাপলিকেশন সফটওয়্যারগুলো ডাউনলোড করা যায়- আইফোনের অ্যাপ স্টোর থেকে।
- আইফোনকে সহজে ব্যবহার করা যায়- খেলাধুলা, জিপিএস, নেভিগেশন, টেলিভিশন, চলচ্চিত্র দেখার কাজে।
ইন্টেল (Intel)
- ইন্টেল কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়- ১৮ জুলাই ১৯৬৮।
- ইন্টেল কর্পোরেশন হলো- বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
- ইন্টেল পণ্যসমূহ হলো- Bluetooth Chipset, Flash Memory, Microprocessor, Motherboard, NIC ইত্যাদি।
- ইন্টেলের প্রতিষ্ঠাতা বা জনক হিসেবে পরিচিত গর্ডন ই. মুর ও রবার্ট নয়েচ।
- ইন্টেলের প্রথম পণ্য ছিল- Shift Register Memory।
- ইন্টেলের প্রথম কমদামি নোটবুক হলো- Classmate PC।
- ইন্টেলের প্রথম বাণিজ্যিক প্রসেসর Intel 4004 আবিষ্কৃত হয়- ১৯৭১ সালে।
- ইন্টেলের প্রথম প্রসেসর আবিষ্কার করেন- Marcian Hoff, Federico Faggin, Stanley Mazor এবং Masatoshi Shima।
একনজরে টেক-জায়ান্ট
নাম | প্রতিষ্ঠাকাল | প্রতিষ্ঠাতা | সদর দপ্তর |
---|---|---|---|
আইবিএম (IBM) | ১৬ জুন ১৯১১ | টমাস জন ওয়াটসন | আরমঙ্ক, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র |
ইন্টেল (Intel) | ১৮ জুলাই ১৯৬৮ | গর্ডন ই. মুর এবং রবার্ট নয়েস | সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
মাইক্রোসফট (Microsoft) | ৪ এপ্রিল ১৯৭৫ | বিল গেটস এবং পল অ্যালেন | রেডমন্ড, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র |
অ্যাপল (Apple) | ১ এপ্রিল ১৯৭৬ | স্টিভেন পল জবস, রোনাল্ড ওয়েন এবং স্টিভ ওয়াজনিয়াক | কুপারটিনো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |
গুগল (Google) | ৪ সেপ্টেম্বর ১৯৯৮ | ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন | মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র |