Navigation:
বিসিএস প্রিলিমিনারি
বিসিএস প্রিলিমিনারি
২০০ নম্বরের MCQ Type Preliminary Test
শূন্য পদের তুলনায় প্রার্থী সংখ্যা বিপুল হওয়ায় লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই-এর জন্য বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধি-৭ অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ২০০ নম্বরের MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে। ৩৪তম বিসিএস পরীক্ষা পর্যন্ত ১০০ নম্বরে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হতো। বিসিএস পরীক্ষা বিধিমালা-২০১৪-এর বিধানমতে ৩৫তম বিসিএস পরীক্ষা হতে ২০০ নম্বরের ২ ঘণ্টা সময়ে ১০টি বিষয়ের উপর MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।
প্রিলিমিনারি টেস্ট-এর বিষয় ও নম্বর বণ্টন
ক্রমিক নম্বর | বিষয়ের নাম | নম্বর বণ্টন |
১. | বাংলা ভাষা ও সাহিত্য | ৩৫ |
২. | ইংরেজি ভাষা ও সাহিত্য | ৩৫ |
৩. | বাংলাদেশ বিষয়াবলি | ৩০ |
৪. | আন্তর্জাতিক বিষয়াবলি | ২০ |
৫. | ভূগোল (বাংলাদেশ ও বিশ্ব), পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা | ১০ |
৬. | সাধারণ বিজ্ঞান | ১৫ |
৭. | কম্পিউটার ও তথ্য প্রযুক্তি | ১৫ |
৮. | গাণিতিক যুক্তি | ১৫ |
৯. | মানসিক দক্ষতা | ১৫ |
১০. | নৈতিকতা, মূল্যবোধ ও সু-শাসন | ১০ |
মোট | ২০০ |