ভাইরাস ও এন্টিভাইরাস

তথ্য কণিকা

  • কম্পিউটার ভাইরাস হলো- একধরনের কম্পিউটার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে (এ প্রোগ্রাম কিছু নির্দেশ বহন করে যা কম্পিউটারের সিপিইউ কর্তৃক বহন করে কম্পিউটারকে অস্বাভাবিক, অগ্রহণযোগ্য কাজে বাধ্য করে)।
  • VIRUS শব্দের পূর্ণ অভিব্যক্তি হলো- Vital Information Resources Under Seize।
  • ভাইরাস নামকরণ করেন- Frederick B. Cohen।
  • ফ্রেডরিক কোহেন ছিলেন- আমেরিকান ভাইরাস বিশেষজ্ঞ।
  • কম্পিউটার ভাইরাস ছড়ায়- ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, ফ্লাশ ডিস্ক, পেনড্রাইভ, মেমোরি কার্ড, ইন্টারনেটের মাধ্যমে।
  • কতিপয় কম্পিউটার ভাইরাসের উদাহরণ- Aids, Bye Bye, Badboy, Cinderella, CIH, I love You ইত্যাদি।
  • ১৯৭০ সালে বব থমাস নিজে থেকেই ছড়াতে পারে এরূপ একটি পরীক্ষামূলক কম্পিউটার ভাইরাস তৈরি করেন যার নাম- ক্রিপার ভাইরাস।
  • ১৯৯২ সালে আবির্ভাব ঘটে- মাইকেল অ্যাঞ্জেলা ভাইরাসের।
  • মাদার অব অল ভাইরাস বলা হয়- CIH ভাইরাসকে (এটি তৈরি করেন Chen Ing-hau নামক তাইওয়ানের নাগরিক)।
  • CIH-কে বলা হয়- চেরনোবিল ভাইরাস (১৯৮৬ সালের ২৬ এপ্রিল এ ভাইরাস প্রথম আঘাত করে, যার ফলে চেরনোবিলে মর্মান্তিক তেজস্ক্রিয় দুর্ঘটনা ঘটে। এজন্য এ তারিখে আঘাতকারী CIH-কে চেরনোবিল ভাইরাস বলে)।
  • CIH ভাইরাস কম্পিউটারে বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টি করে- ২৬ এপ্রিল ১৯৯৯।
  • অ্যান্টিভাইরাস হলো- এক ধরনের প্রোগ্রাম যা ভাইরাস প্রোগ্রামকে চিহ্নিত করে, তা দুরীভূত করে এবং কম্পিউটার সিস্টেমকে ভাইরাস প্রতিরোধী করে তোলে।
  • ২০০৮ সালে ফেসবুক ও মাইস্পেস এর ব্যবহারকারীদের লক্ষ্য করে ছাড়া হয়-Koobface Worm।
  • ২০০৮ সালের ২১ নভেম্বর ৯-১৫ মিলিয়ন মাইক্রোসফট সার্ভার সিস্টেম আক্রান্ত হয়-Conflicker Worm দ্বারা।
  • Utility Software সমূহ হলো-Anti-virus, Archivers, Backup Software, Clipboard Managers ইত্যাদি।
  • বিভিন্ন প্রকার কম্পিউটার ভাইরাসসমূহ হলো- Boot sector virus, File infector virus, Trojan horse, Self-mutating virus, Command purpose virus, General purpose virus, Multipurpose virus, Memory resident virus, Macro virus, Companion virus, Polymorphic virus, Overwritting virus ইত্যাদি।
  • Computer-এ দেয়া অপ্রয়োজনীয় তথ্যকে বলে-গিবারিশ।
  • অচেনা ও অপ্রয়োজনীয় ই-মেইলকে বলে-স্প্যাম (Spam)।
  • কয়েকটি উল্লেখযোগ্য অ্যান্টি ভাইরাসের নাম হলো- McAfee, Norton, AVG, Avira, AVAST, PC Cllion, Panda, Symantec, Kaspersky, Microsoft Security Essential, FSET NOD, 32, Bit defender, PC Tools, Zone Alarm, Cobra (বাংলাদেশী) ইত্যাদি।

Start Practice Test