কম্পিউটারের ইতিহাস

তথ্য কণিকা

  • বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার হলো- এবিসি (অ্যাটানসফ বেরিং কম্পিউটার)।
  • বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম- UNIVAC
  • সর্বপ্রথম বিক্রয়ের জন্য কম্পিউটার তৈরি করে রেমিংটন র‍্যান্ড কর্পোরেশন।
  • IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম- IBM system 3601
  • প্রথম পার্সোনাল কম্পিউটার তৈরি করে- মাইক্রো ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড টেলিমেট্রি সিস্টেমস।
  • প্রথম মিনি কম্পিউটারের নাম- পিডিপি-১।
  • বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম- আইবিএম ১৬২০ সিরিজ
  • বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয়-বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে, ১৯৬৪ সালে।
  • বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটারের নাম- ENIAC।
  • ENIAC-এর পূর্ণরূপ- Electronic Numerical Integrator and Computer 1
  • EDVAC-এর নির্মাণ কাজ শুরু করেন- ড. জন মাউসলি এবং প্রেসপার একার্ট।
  • EDVAC-এর পূর্ণরূপ-Electronic Discrete Variable Automatic Computer |
  • প্রথম তৈরি Personal Computer-এর নাম- অ্যালটেয়ার ৮৮০০।
  • EDSAC-এর পূর্ণরূপ-Electronic Delay storaged Automatic Calculator ।
  • EDSAC তৈরি করে প্রফেসর মরিস উইলকিস এর নেতৃত্বে একদল বিজ্ঞানী।
  • EDSAC-এ ডেটা সংরক্ষণের জন্য প্রথম Mercury Delay lines মেমোরি ব্য্যবহৃত হয়।
  • Mini Computer-এর প্রবর্তক- কেনেথ এইচ ওলসেন। ।
  • বাংলাদেশে প্রথম Mainframe Computer স্থাপন করা হয়- বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।
  • বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত- যুক্তরাষ্ট্রের আটলান্টায় (Atlanta)।
  • চতুর্থ প্রজন্মের কম্পিউটার (Computer) হিসেবে চিহ্নিত করা হয়- Personal Computer-কে।
  • অ্যাপল কোম্পানি প্রথম কম্পিউটার বাজারে ছাড়ে- ১৯৭৬ সালে।
  • IBM মাইক্রোকম্পিউটার বাজারে ছাড়ে- ১৯৮১ সালে।
  • বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন- বিল মোগরিজ।
  • বিশ্বের প্রথম অ্যাপল কম্পিউটারের 'অ্যাপল-১' এর নকশাকার- স্টিভ ওজনিয়াক।
  • বিশ্বের উল্লেখযোগ্য ট্যাবলেট কম্পিউটার হলো- ব্ল‍্যাকপ্যাড, আইপ্যাড, স্ট্রিক, গ্যালাক্সি, ইপ্যাড, লেপ্যাড, সিয়াস ইত্যাদি।
  • অ্যাপল প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়- প্যারালাল প্রসেসিং।
  • মাইক্রোসফট হলো- কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান।
  • Computer Generation বা প্রজন্ম বলতে বোঝায়- প্রযুক্তিগত বিবর্তনকে।
  • প্রথম কম্পিউটার প্রোগ্রামার হলো- অগাস্টা অ্যাডা বায়রন।
  • সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল কম্পিউটার হলো- Mark-1।
  • ট্রানজিস্টর আবিষ্কার হয়- ১৯৪৮ সালে।
  • ট্রানজিস্টর মূলত ব্যবহৃত হয়- অ্যামপ্লিফায়ার হিসেবে।
  • ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার হলো- TX-0 (Transistor Experimental Computer, zero) 1
  • ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হলো- PDP-৪।
  • ইনটিগ্রেটেড সার্কিট (IC) আবিষ্কার করেন- জ্যাক কিলবি ও রবার্ট নয়েস ( ১৯৫৮ সালে)।
  • ১৯৬৮ সালে বারোস কোম্পানি ইনটিগ্রেটেড সার্কিট ভিত্তিক প্রথম কম্পিউটার উপস্থাপন করে- B 2500 ও B 3500 মডেলের।
  • মাইক্রোপ্রসেসরের প্রথম আবির্ভাব ঘটে- ১৯৭১ সালে।
  • বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর হলো- ইনটেল 4004।
  • ১৯৮১ সালের ১২ আগস্ট আইবিএম থেকে বের হয়- PC নামক কম্পিউটার, যা কম্পিউটার জগতে যুগান্তরকারী পরিবর্তন আনে।

কম্পিউটারের বিবর্তন

সাল তথ্য
খ্রি.পূ. ৩০০০
  • ব্যাবিলনে অ্যাবাকাসের আবিষ্কার। অ্যাবাকাসই প্রথম গণনাযন্ত্র। জাপানে অ্যাবাকাসকে বলা হয় সারোবান, রাশিয়ায় বলা হয় ক্রোসিয়া। ১৬১৪: স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার কর্তৃক ১৬১৪ সালে লগারিদম এর উদ্ভাবন।
১৬২২
  • নেপিয়ারের লগারিদমের সারণি ব্যবহার করে ১৬২২ সালে জার্মানির উইলিয়াম অটরেড (William Oughtred) কর্তৃক বৃত্তাকার স্লাইড রুল আবিষ্কার।
১৬২৩
  • উইলিয়াম শিকার্ড কর্তৃক গিয়ারচালিত হিসাব যন্ত্র তৈরি।
১৬৪২
  • ১৬৪২ সালে ফরাসি ব্লেইজ প্যাসকেল (Blaise Pascal) কর্তৃক একটি গণনা যন্ত্র তৈরি। তিনি এ যন্ত্রে গিয়ারের সাহায্যে চাকা চালানোর পদ্ধতি ব্যবহার করে নতুন যুগের সূচনা করেন।
১৬৭৪
  • জার্মানির গণিতবিদ গটফ্রিড লিবনিজ (Gottfried Leibniz) কর্তৃক সিলিন্ডারের আকৃতি বিশিষ্ট গিয়ার ব্যবহার করে একটি ক্যালকুলেটর তৈরি।
১৮০১
  • বস্ত্র শিল্পে প্রথম ফ্রান্সের জোসেফ মেরি জেকার্ড কর্তৃক পাঞ্চকার্ড ব্যবহার শুরু। ১৮২০: ফ্রান্সের টমাস দ্য কলমার কর্তৃক লিবনিজের যন্ত্রের অনুরূপ 'টমাস এরিথোমিটার' নামক যন্ত্র তৈরি।
১৮২২
  • ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক চার্লস ব্যাবেজ কর্তৃক ১৮২২ সালে 'ডিফারেন্স ইঞ্জিন' আবিষ্কার। ১৮৩৩ সালে তিনি 'অ্যানালাইটিক্যাল ইঞ্জিন' নামক একটি যান্ত্রিক কম্পিউটার তৈরির পরিকল্পনা গ্রহণ করেন এবং নকশা করেন। এ জন্য ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়।
১৮৩৪-৪৩
  • সর্বপ্রথম প্রোগ্রামের ধারণা (অগাস্টা অ্যাডা বায়রন)। ১৮৫৪: প্রতীকি যুক্তির উপর গবেষণামূলক রচনা প্রকাশ (জর্জ বুল)।
১৮৮৯
  • আদমশুমারির হিসেবের জন্য পাঞ্চ কার্ড ব্যবহারী হিসাবযন্ত্র (হারম্যান হলিরিখ) আবিষ্কার। ১৮৯৬: হলিরিখ কর্তৃক টেবুলেটিং মেশিন কোম্পানি (Tabulating Machine Co.) গঠন।
১৯০৪-০৬
  • বায়ুশূন্য টিউব বা ভ্যাকুয়াম টিউবের আবিষ্কার (জন ফ্লেমিং ও লি দ্য ফরেস্ট)।
১৯১১
  • ইলেকট্রিক টেবুলেটিং সিস্টেম ও আরও দুটি কোম্পানি মিলে ক্যালকুলেটিং, টেবুলেটিং অ্যান্ড রেকর্ডিং কোম্পানি বা সংক্ষেপে সি.টি.আর. (CTR) গঠন।
১৯২৪
  • সি.টি.আর.-এর নাম ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাশিনস কর্পোরেশন IBM বা সংক্ষেপে আইবিএম (IBM)-এ পরিবর্তন।
১৯৩৭
  • বুলিয়ান বীজগণিত ভিত্তিক বাইনারি সার্কিটের উদ্ভাবন (জর্জ স্টিবিজ)। ১৯৩৯: বাইনারি গণিত ভিত্তিক ইলেকট্রোনিক ডিজিটাল ABC কম্পিউটার (কনরাড জিউস)।
১৯৪১
  • সর্বপ্রথম প্রোগ্রাম নিয়ন্ত্রিত ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার Z3 তৈরি (কনরাড জিউস)।
১৯৪৩-৪৫
  • ENIAC কম্পিউটারের নির্মাণ কাজ শুরু (মশলী ও ইকার্ট)।
১৯৪৪
  • Mark 1 কম্পিউটার (হাওয়ার্ড আইকেন) উদ্ভাবন।
১৯৪৫
  • ENIAC-এর নির্মাণ কাজের সমাপ্তি ও EDVAC কম্পিউটারে কাজ শুরু (মশলী ও ইকার্ট)।
  • প্রোগ্রাম সংরক্ষণের ধারণা উপস্থাপন (জন ভন নিউম্যান)।
  • কম্পিউটারে বিফলতার কারণ হিসেবে 'বাগ' শব্দের প্রথম ব্যবহার (গ্রেস মারে হপার)।
১৯৪৭
  • বেল ল্যাব-এ ট্রানজিস্টর আবিষ্কার (উইলিয়াম শক্তি)।
  • Mark II কম্পিউটারের নির্মাণ কাজের সমাপ্তি (হাওয়ার্ড আইকেন)।
১৯৪৮
  • Manchsester Mark 1 সর্বপ্রথম সক্রিয় সংরক্ষিত প্রোগ্রামের ডিজিটাল কম্পিউটার।
১৯৪৯
  • Short Order Code প্রথম উচ্চ পর্যায়ের প্রোগ্রামিং ভাষা (জন মশলী)।
  • EDSAC কম্পিউটার (মরিস উইলক্স)।
১৯৫২
  • প্রথম কম্পাইলারের প্রবর্তন (গ্রেস মারে হপার)
  • IBM 701-এর প্রবর্তন (আইবিএম)। (Bug) same
১৯৫৩
  • IBM 650 সর্বপ্রথম বাণিজ্যিক ভিত্তিতে বিপুল পরিমাণে তৈরি কম্পিউটার (আইবিএম)।
১৯৫৪
  • লাইন প্রিন্টারের উদ্ভাবন (আর্ল মাস্টারসন)।
১৯৫৬
  • FORTRAN কম্পাইলার (জন ব্যাকাস ও সহকর্মীরা)।
  • ট্রানজিস্টরভিত্তিক UNIVAC তৈরি।
১৯৫৮
  • ইন্টিগ্রেটেড সার্কিটের আদিরূপের উপস্থাপন (জ্যাক কিলবি)।
  • PDP-1 প্রোগ্রাম ভাষার উপস্থাপন (জন ম্যাককার্থি)।
  • বেল ল্যাব-এ সাফল্যজনকভাবে মডেম-এর মাধ্যমে তথ্য আদান-প্রদান।
  • LISP প্রোগ্রাম ভাষার উপস্থাপন (জন ম্যাককার্থি)।
  • COBOL ভাষার উদ্ভাবন।
১৯৬০
  • PDP-1 মনিটর ও কীবোর্ডসহ প্রথম বাণিজ্যিক কম্পিউটার (ড্যাক)।
১৯৬১
  • IBM 7030 এর প্রবর্তন (আইবিএম)।
১৯৬২
  • মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ও পারডু বিশ্ববিদ্যালয়ে প্রথম কম্পিউটার বিজ্ঞান বিভাগ চালু।
  • প্রথম ভিডিও খেলার উদ্ভাবন (MIT-এর স্নাতক ছাত্র স্টিভ রাসেল)।
১৯৬৪
  • IBM 360-এর প্রবর্তন (আইবিএম)।
  • CDC 6600 প্রথম বাণিজ্যিকভাবে সাফল্যজনক সুপার কম্পিউটার (সিডিসি)।
  • মাউস আবিষ্কার (ডাক এংগেলবার্ট)।
১৯৬৫
  • PDP-৪-ট্রানজিস্টরভিত্তিক প্রথম মিনিকম্পিউটার (ড্যাক)।
১৯৬৭
  • প্রথম অবজেক্ট ওরিয়েন্টেড কম্পিউটার ভাষা (Object-Oriented Language) Simula প্রবর্তন (Norwegian Computing Centre-এর Ole-Johan Dahl and Kristen Nygaard কর্তৃক।)
১৯৬৮
  • B2500 ও B3500 ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহারকারী প্রথম কম্পিউটার (বারোস)। Intel
  • গর্ডন মুর, এন্ডি গ্রভ ও রবার্ট নয়েস মিলে ইন্টেল (Intel) প্রতিষ্ঠা।
১৯৭০
  • UNIX অপারেটিং সিস্টেমের প্রবর্তন (বেল ল্যাব-এর ডেনিস রিচি ও কেনেথ টমসন)।
  • ফ্লপি ডিস্ক ও ডেইজী হুইল প্রিন্টারের আবির্ভাব।
১৯৭১
  • অ্যালটেয়ার ৪০০৪ নামক প্রথম মাইক্রোপ্রসেসর-এর প্রবর্তন (ইন্টেল)।
  • প্রথম ই-মেইল বিনিময় (রে টমলিনসন ও নিউম্যান)।
  • Pascal ভাষার প্রবর্তন (নিকোলাস উইয়ার্থ)।
১৯৭২
  • অ্যালটেয়ার ৮০০৮ নামক সর্বপ্রথম ৮ বিট মাইক্রোপ্রসেসর (ইন্টেল)।
১৯৭৫
  • Altair ৮৮০ প্রথম মাইক্রোকম্পিউটার (মিটস্)।
  • IBM কর্তৃক প্রথম লেজার প্রিন্টার প্রবর্তন।
১৯৭৬
  • CP/M অপারেটিং সিস্টেমের প্রবর্তন (গ্যারি কিলড্যাল)।
  • On Tyme প্রথম বাণিজ্যিক ই-মেইল সার্ভিস শুরু।
  • Apple প্রতিষ্ঠা (স্টিভ জবস ও স্টিফেন ওজনিয়াক)।
১৯৭৭
  • বিল গেটস ও পল অ্যালেন মিলে মাইক্রোসফট-এর প্রতিষ্ঠা।
১৯৭৮
  • Intel ৮০৮৬-১৬ বিট মাইক্রোপ্রসেসর (ইন্টেল)।
১৯৭৯
  • প্রথম স্প্রেডশীট প্রোগ্রাম VisiCalc প্রবর্তন।
১৯৮০
  • আইবিএম কর্তৃক অপারেটিং সিস্টেম হিসেবে মাইক্রোসফটের PC- DOS ব্যবহারের সিদ্ধান্ত।
১৯৮১
  • PC-এর প্রবর্তন (আইবিএম)।
১৯৮২
  • Intel ৮০২৮৬-১৬ বিট মাইক্রোপ্রসেসর (ইন্টেল)।
  • সর্বপ্রথম আইবিএম কম্প্যাটিবল কম্পিউটার (কলম্বিয়া ডেটা প্রোডাক্টস)।
১৯৮৩
  • C++ ভাষার প্রবর্তন (এটি অ্যান্ড টি বেল ল্যাবের বিয়ার্ন স্ট্রাউস্ট্রাপ) (AT & T lab) ।
১৯৮৪
  • সিডি রম (সনি ও ফিলিপস) আবিষ্কার।
১৯৮৫
  • Windows 1.0 এর আবির্ভাব (মাইক্রোসফট)।
  • Intel ৮০৩৮৬-৩২ বিট মাইক্রোপ্রসেসর (ইন্টেল)।
১৯৮৮
  • প্রথম কম্পিউটার ভাইরাস।
১৯৮৯
  • CERN (European Council for Nuclear Research) এ World Wide Web (www)-এর কাজ শুরু
  • Intel ৮০৪৮৬-৩২ বিট মাইক্রোপ্রসেসর (ইন্টেল)।
  • World Wide Web (www)-এর বাস্তবায়ন (টিম বার্নারস-লি)।
১৯৯০
  • Windows 3.0 এর আবির্ভাব (মাইক্রোসফট)।
১৯৯২
  • প্রথম ৬৪ বিট রিস্ক (RISC) প্রসেসর (Alpha)।
১৯৯৩
  • Intel Pentium মাইক্রোপ্রসেসর (ইন্টেল)।
১৯৯৫
  • Window 95 (মাইক্রোসফট), Java ভাষার প্রবর্তন (সান মাইক্রো সিস্টেমস)।
  • Toy Story নামক সর্বপ্রথম সম্পূর্ণভাবে কম্পিউটারে নির্মিত পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি।
১৯৯৬
  • Intel Pentium Pro মাইক্রোপ্রসেসর (ইন্টেল)।
১৯৯৭
  • Intel Pentium MMX মাইক্রোপ্রসেসর (ইন্টেল)।
  • DVD বা ডিজিটাল ভিডিও/ভার্সেটাইল ডিস্ক টেকনোলজির আবির্ভাব।
১৯৯৮
  • Windows 98 (মাইক্রোসফট), Inter Celeron মাইক্রোপ্রসেসর (ইন্টেল)।
  • iMac কম্পিউটার (অ্যাপল)-এর বাজারজাত শুরু।
১৯৯৯
  • Intel Pentium III মাইক্রোপ্রসেসর (ইন্টেল), Intel Xeon মাইক্রোপ্রসেসর (ইন্টেল)।
  • Microsoft Windows 2000, Office 2000 Windows ME I
২০০০
  • Y2K বাগ (1 st January 2000) মোকাবিলা।
  • Microsoft C# ভাষার ও Microsoft. NET টেকনোলজির প্রবর্তন।
  • AMD Athlon মাইক্রোপ্রসেসর (১ গিগা হার্জ)।
২০০১
  • Intel Pentium 4 মাইক্রোপ্রসেসর (ইন্টেল) ও Windows XP (মাইক্রোসফট্) প্রচলন।
২০০২
  • Intel Pentium 4, 3.06 GHz, হাইপার থ্রেডিং মাইক্রোপ্রসেসর (ইন্টেল)।
  • NET (ডট নেট) প্রচলন।
  • Combo drive ও Wireless devices প্রচলন।
২০০৩
  • USB Flash drive বা পেন ড্রাইভের প্রচলন, মাইক্রোসফট Office 2003 প্রচলন।
২০০৪
  • LINUX এর জনপ্রিয়তা বৃদ্ধি।
২০০৫
  • মাইক্রোকম্পিউটারের জগতে 64 বিট মাইক্রোপ্রসেসর চালু।
  • Wi-Fi প্রযুক্তির প্রচলন।
  • YouTube প্রতিষ্ঠা লাভ করে।
  • Apple কর্তৃক পকেট সাইজের iPod মিডিয়া প্লেয়ার রিলিজ।
  • মাইক্রোসফট কর্তৃক Windows XP Media Center 2005 এবং Xbox 360 প্রকাশ।
২০০৬
  • Windows Vista এর বাজারজাত শুরু।
  • প্রায় ১,০০,০০০ পার্সোনাল কম্পিউটারকে যুক্ত করে World Community Grid কম্পিউটিং চালু (IBM সুপার ভার্চুয়‍্যাল কম্পিউটার প্রজেক্ট)।
  • Sony কর্পোরেশনের Playstation 3 এর যাত্রা শুরু।
  • ইন্টেল Core 2 Duo প্রসেসরের সূচনা।
  • আইবিএম সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন সুপার কম্পিউটার Blue Gene/L তৈরি।
  • এপল ইন্টেল মাইক্রোপ্রসেসরযুক্ত মেকিন্টোশ কম্পিউটার বিক্রি শুরু।
২০০৭
  • ইন্টেল Core 2 Quad প্রসেসরের সূচনা।
  • এপল iPhone তৈরি এবং প্রথম দুদিনেই ২ লক্ষ ৭০ হাজার iphone বিক্রি।
  • এপল Mac OS X ভার্সন 10.5 "Leopard" অপারেটিং সিস্টেম রিলিজ।
  • মাইক্রোসফট Office 2007 বাজারে আসে।
  • বিশ্বে প্রথম 50GB ক্ষমতা বিশিষ্ট Blue-ray ডিক্স তৈরি।
  • মাইক্রোসফট Windows Vista নামে অপারেটিং সিস্টেম চালু।
২০০৮
  • মাইক্রোসফট Windows Server 2008 এর সূচনা।
  • বিলগেটস-এর মাইক্রোসফট থেকে অবসর গ্রহণ।
  • WiMAX এর যাত্রা শুরু।
  • গুগল Google Chrome নামে একটি নতুন ওয়েব ব্রাউজার বাজারে ছাড়ে। Mozila, Firefox 3 নামে একটি নতুন ওয়েব ব্রাউজার বাজারে ছাড়ে।
  • বাণিজ্যিকভাবে Android অপারেটিং সিস্টেমের প্রচলন শুরু।
২০০৯
  • বাণিজ্যিকভাবে Federal গভর্নমেন্ট সকল টেলিভিশন স্টেশনকে ডিজিটাল পদ্ধতিতে ব্রডকাস্ট করার নির্দেশ দেয়।
  • ডেস্কটপ কম্পিউটারের তুলনায় নোটবুক কম্পিউটার বিক্রি যথেষ্ট পরিমাণে বেড়ে যায়।
  • মাইক্রোসফট Windows 7 নামে একটি নতুন অপারেটিং সিস্টেম এবং Internet Explorer ৪ নামে একটি নতুন ওয়েব ব্রাউজার বাজারে ছাড়ে।
  • সোস্যাল নেটওয়ার্কিং এ বিপ্লব।
২০১০
  • গুগল Google Wave নামে একটি নতুন অ্যাপ্লিকেশন চালু করেছে যার মাধ্যমে দুই বা ততোধিক ব্যক্তি সহজেই চ্যাট ও ডেটা শেয়ারিং করতে পারে।
  • AMD একক চিপে ১২ কোর বিশিষ্ট প্রসেসর তৈরি করে।
  • Dell কর্তৃক ল্যাপটপ কম্পিউটারের মনিটরে LED backlit প্রচলন।
  • Green Computing নিয়ে সকল মহলে সচেতনতা তৈরি।
  • Microsoft Office, Adobe CS ইত্যাদির নতুন ভার্সন প্রকাশ।
  • ৩ এপ্রিল iPad কম্পিউটারের প্রচলন।
২০১১
  • অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস কর্তৃক আইক্লাউড (iCloud) উন্মোচন।
  • স্টিভ জবস মৃত্যুবরণ করেন (২০১১ সালের ৫ অক্টোবর)।
  • আনুষ্ঠানিকভাবে iPhone 4S এর বাজারজাতকরণ।
২০১২
  • থার্ড জেনারেশন আইপ্যাডের ঘোষণা (২০১২ সালের ৭ মার্চ)।
২০১৩
  • সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার হিসেবে চীনের 'দ্য তিয়ানহে-২'-এর যাত্রা শুরু। এটি সেকেন্ডে ৩৩.৮৬ পেটাফ্লপ গতিতে কাজ করে।
  • চীনা বিজ্ঞানি কর্তৃক আলোক রশ্মির মাধ্যমে নতুন পদ্ধতির লাইফাই (লাইট ফিডেলিটি) ইন্টারনেট সেবার উদ্ভাবন।
  • যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রথমবারের মতো কার্বন ন্যানোটিউব প্রযুক্তির (সিএনটিএস) কম্পিউটার তৈরি।
  • দক্ষিণ কোরিয়ায় পঞ্চম প্রজন্মের 5G তারহীন ইন্টারনেট নেটওয়ার্কের উদ্ভাবন।
২০১৪
  • বিল গেটসের সহায়তায় ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় কর্তৃক গর্ভনিরোধক চিপ আবিষ্কার।
  • Facebook কর্তৃপক্ষ কর্তৃক WhatsApp ক্রয়।
  • Microsoft-এর তৈরি ১৫ বছরের পুরানো উইন্ডোজ লাইভ ম্যাসেঞ্জার MSN-এর আনুষ্ঠানিক বিদায়।
২০১৫
  • ২৯ জুলাই আনুষ্ঠানিকভাবে উইন্ডোজ ১০-এর যাত্রা শুরু।
  • Apple watch-এর মোড়ক উন্মোচন।
২০১৬
  • ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া কর্তৃক ১,০০০ বা কিলো কোরের প্রসেসর উদ্ভাবন।
  • Pokemon Go-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু।
২০১৭
  • ৫ এপ্রিল ইউটিউব টিভি চালু।

বাংলাদেশে কম্পিউটারের বিকাশ

সাল তথ্য
১৯৬৪
  • প্রথম কম্পিউটার স্থাপন, IBM 1620 (ঢাকার পরমাণু শক্তি কেন্দ্র)।
১৯৮৪
  • প্রথম কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ চালু (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-BUET)।
১৯৮৯
  • বাংলাদেশ কম্পিউটার সোসাইটি প্রতিষ্ঠিত (পেশাজীবী সংগঠন)।
১৯৯০
  • বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল প্রতিষ্ঠিত (সরকারি প্রতিষ্ঠান)।
১৯৯১
  • বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ে মাসিক পত্রিকা (কম্পিউটার জগৎ)।
১৯৯২
  • বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রতিষ্ঠিত (কম্পিউটার ব্যবসায়ীদের সংগঠন)।
১৯৯৪
  • প্রথম অনলাইন ই-মেইল চালু (প্রদেষ্টা লি.)।
১৯৯৬
  • প্রথম অননাইল ইন্টারনেট চালু (আইএসএন)।
১৯৯৭
  • ACM Asia Regional Programming Contest, NSU Site-এ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় রানার আপ।
১৯৯৮
  • প্রথমবারের মতো প্রোগ্রামিং প্রতিযোগিতা World Finals 1998 (Atlanta, Georgia, USA) এ বাংলাদেশ থেকে BUET ও NSU এর অংশগ্রহণ এবং BUET এর ২৪তম স্থান দখল।
১৯৯৯
  • ACM Asia Regional Programming Contest, Kanpur Site (India)-এ BUET চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় রানার আপ।
  • ICPC World Finals 1999 (আইন্ড হোভেন, নেদারল্যান্ডস)-এ BUET-এর অংশগ্রহণ।
২০০০
  • ACM Asia Regional Programming Contest, Kanpur Site (India)- এ BUET চ্যাম্পিয়ন। প্রোগ্রামিং প্রতিযোগিতার World Finals 2000 (Orlando, Florida, USA)-এ বাংলাদেশ থেকে BUET এর অংশগ্রহণ এবং BUET এর ১১তম স্থান ৮:৪/12/2024
২০০১
  • বিশ্ববিদ্যালয়ে প্রথম ভিসেট স্থাপন (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়)।
  • ACM ICPC, Dhaka Site (BUET)-এ BUET চ্যাম্পিয়ন।
  • ICPC World Finals 2001 (Vancouver, Canada)-এ AIUB এর অংশগ্রহণ এবং BUET এর ২৯তম স্থান দখল।
২০০২
  • ICPC World Finals 2002 (Honolulu, Hawaii) এ BUET ও AIUB এর অংশগ্রহণ।
  • ড. মোহাম্মদ কায়কোবাদ ACM কর্তৃক বিশ্বের শ্রেষ্ঠ কোচ নির্বাচিত।
২০০৩
  • সাবমেরিন কেবলের সাথে যুক্ত হওয়ার যাবতীয় ব্যবস্থাগ্রহণের সিদ্ধান্ত।
২০০৫
  • আগস্টে মাইক্রোসফট কর্পোরেশন বাংলাদেশ কর্তৃক তাদের রিজিওনাল অফিস চালু।
২০০৬
  • বিল গেটস্ এর ঢাকা ভ্রমণ।
২০০৯
  • 'ডিজিটাল বাংলাদেশ' বাস্তবায়নের রাজনৈতিক অঙ্গীকার। Innovation Fair অনুষ্ঠিত।
২০১০
  • বাংলাদেশে প্রথমবারের মতো সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে Digital
২০১১
  • ১০ জুলাই বাংলাদেশে প্রথম বারের মতো স্থানীয়ভাবে এবং অ্যাসেম্বলিংকৃত ল্যাপটপ দোয়েল (Doel)-এর উৎপাদন শুরু।
২০১২
  • ১৪ অক্টোবর টেলিটক বাংলাদেশ লি. কর্তৃক বাংলাদেশে সর্বপ্রথম 3G মোবাইল সেবা চালু।
২০১৩
  • ১৩ এপ্রিল বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন 'পিপীলিকা (Pipilika.com)'-এর আনুষ্ঠানিক উদ্ভোবন।
২০১৪
  • ১৬ আগস্ট বাংলাদেশের প্রথম শহর হিসেবে সিলেটকে WiFi শহর ঘোষণা।
২০১৫
  • দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বঙ্গবন্ধু-১' উৎক্ষেপণের জন্য ১১ নভেম্বর ২০১৫ BTRC এবং ফ্রান্সের Thales Alenia Space-এর মধ্যে চুক্তি স্বাক্ষর।
২০১৬
  • ৫ সেপ্টেম্বর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আন্তঃযোগাযোগ এবং ফাইল আদান-প্রদানে দেশীয় মেসেজিং অ্যাপ্লিকেশন 'আলাপন'-এর যাত্রা শুরু।
২০১৭
  • বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল (SEA-ME-WE5))-এর সাথে যুক্ত হয় ২১ ফেব্রুয়ারি।
২০১৮
  • বাংলাদেশ চতুর্থ প্রজন্মের (4G) মোবাইল ফোন সেবার যুগে প্রবেশ করেছে ১৯ ফেব্রুয়ারি।

Start Practice Test