কম্পিউটারের প্রাথমিক ধারনা এবং পারঙ্গমতা

তথ্য কণিকা

  • Computer শব্দের অর্থ গণক বা হিসাবকারী।
  • পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম- অ্যাবাকাস।
  • কম্পিউটারের জনক- চার্লস ব্যাবেজ (যুক্তরাজ্য)।
  • কম্পিউটার আবিষ্কার করেন- হাওয়ার্ড আইকেন (যুক্তরাষ্ট্র)।
  • আধুনিক কম্পিউটারের জনক- জন ভন নিউম্যান (হাঙ্গেরীয় বংশোদ্ভূত মার্কিন)।
  • পিসি (পার্সোনাল কম্পিউটার) বলা হয়- মাইক্রো-কম্পিউটারকে।
  • কম্পিউটারের IBM কোম্পানিকে বলা হয়- 'বিগ ব্লু'।
  • পরমাণু বোমা বিস্ফোরণের প্রকৃত পরিবেশ সমতাকরণ করা হয়- সুপার কম্পিউটার দিয়ে।
  • ব্যাংক, বীমা, অর্থলগ্নকারী প্রতিষ্ঠান ও বৈজ্ঞানিক কর্মতৎপরতা পরিচালনা, নিয়ন্ত্রণ, বিশ্লেষণ ও মূল্যায়নে ব্যবহৃত হয়- সুপার কম্পিউটার।
  • আধুনিক কম্পিউটারের দ্রুতগতির মূলে রয়েছে- ইনটিগ্রেটেড সার্কিট।
  • মাইক্রোকম্পিউটারের জনক বলা হয়- এইচ, এডওয়ার্ড রবার্টকে।

 

কম্পিউটারের পারঙ্গমতা

  • কম্পিউটারের মূল বৈশিষ্ট্য হলো- কম্পিউটার দ্রুত নির্ভুলভাবে পুনরাবৃত্তিমূলক কাজ করতে পারে।
  • কম্পিউটার এমন একটি মেশিন যা প্রদত্ত তথ্য বা উপাত্ত ঠিক থাকলে সঠিক ফলাফল দেয়- ১০০ ভাগ।
  • পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ পর্যবেক্ষণে ব্যবহার করা হয়- সুপার কম্পিউটার।
  • কম্পিউটারের কাজের ভুল ফলাফল দেওয়াকে বলে- Garbage In Garbage Out বা সংক্ষেপে GIGO।
  • কম্পিউটারের পারফরম্যান্স বলতে মূলত বেঝানো হয়-কম্পিউটারের দ্রুত গতিকে।
  • কম্পিউটারের গতিকে তুলনা করা হয়- বিদ্যুতের গতির সাথে।
  • কম্পিউটার সেকেন্ডে যোগ করতে পারে- দুই কোটি পর্যন্ত।
  • কম্পিউটার একটি কাজ বা নির্দেশ সম্পন্ন করতে সময় নেয়- ১ ন্যানো সেকেন্ড।
  • ১ ন্যানো সেকেন্ড হচ্ছে- ১ সেকেন্ডের ১ শত কোটি ভাগের এক ভাগ।
  • কম্পিউটার একটি- হিসাবযন্ত্র।
  • কম্পিউটারের নেই- নিজস্ব বুদ্ধি-বিবেচনা।
  • কম্পিউটারে কাজের গতি প্রকাশ করা হয়- ন্যানো সেকেন্ড দ্বারা।
  • যে কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক- পুনরাবৃত্তিমূলক কাজ।
  • কম্পিউটার প্রোগ্রামে, একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে- লুপিং।
  • কম্পিউটারের কাজ হলো- Input ( ইনপুট), Process (প্রসেস), Output (আউটপুট), Storage (সংরক্ষণ)।
  • কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো হলো- দ্রুতগতি (High Speed), বিশ্বাসযোগ্যতা (Reliability), সূক্ষ্মতা (Accuracy), ক্লান্তিহীনতা (Diligence), স্মৃতি (Memory), যুক্তিসঙ্গত সিদ্ধান্ত (Logical decision), বহুমুখিতা (Versatility) ইত্যাদি।
  • কম্পিউটারের ব্যবহারগুলো হলো- অফিস ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিং, সংবাদপত্র, আবহাওয়ার পূর্বাভাস, মহাকাশ গবেষণা টেলিযোগাযোগ, প্রতিরক্ষা, শিক্ষা, চিকিৎসা, তথ্য ব্যবস্থাপনা, বিনোদন ইত্যাদিতে।
  • ব্যবসা-বাণিজ্যে কম্পিউটারের ব্যবহারগুলো হলো- ব্যবসায়িক যোগাযোগ, বাজেট নিয়ন্ত্রণ, বেতনের হিসাব, মজুদ নিয়ন্ত্রণ, ব্যাংকিং সেবা, শেয়ার বাজার নিয়ন্ত্রণ, ডিজাইন, উৎপাদন নিয়ন্ত্রণ, ই-কমার্স ইত্যাদি।
  • যোগাযোগের ক্ষেত্রে কম্পিউটারের ব্যবহারগুলো হলো- Fax, Traffic Control, Airlines, Railway, Navigation, Cosmic way (নভো অভিযান) ইত্যাদিতে।

 

কম্পিউটারে সময়ের পরিমাপ

১ মিলি সেকেন্ড = ১০-৩ বা ১/১০০০ সেকেন্ড।
১ মাইক্রো সেকেন্ড = ১০-৬ বা ১/১০০০০০০ সেকেন্ড।
১ ন্যানো সেকেন্ড = ১০-৯ বা ১/১০০০০০০০০০ সেকেন্ড। 
১ পিকো সেকেন্ড = ১০-১২ বা ১/১০০০০০০০০০০০০ সেকেন্ড।
১ ফেমটো সেকেন্ড = ১০-১৫ বা ১/১০০০০০০০০০০০০০০০ সেকেন্ড।
১ এ্যাটো সেকেন্ড = ১০-১৮ বা ১/১০০০০००००००००००००০০ সেকেন্ড।
১ জেপটো সেকেন্ড = ১০-২১ বা ১/১০০০००००००००००००০০০০০০ সেকেন্ড।

Start Practice Test