ভৌতবিজ্ঞানের উন্নয়ন
তথ্য কণিকা
- বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তি নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলে- পদার্থবিজ্ঞান।
- পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হচ্ছে- পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের আলোকে বস্তু ও শক্তির রূপান্তর ও সম্পর্ক উদঘাটন এবং পরিমাণগতভাবে তা প্রকাশ করা।
পদার্থবিজ্ঞানের প্রধান শাখা
বলবিদ্যা ও পদার্থের সাধারণ ধর্ম | চিরায়ত পদার্থবিদ্যা |
---|---|
তাপ ও তাপগতিবিদ্যা | আধুনিক পদার্থবিদ্যা |
আলোকবিদ্যা | পারমাণবিক পদার্থবিদ্যা |
চুম্বকবিদ্যা | নিউক্লীয় পদার্থবিদ্যা |
শব্দবিদ্যা | কোয়ান্টাম পদার্থবিদ্যা |
তড়িৎবিদ্যা | ইলেকট্রনিক্স |
- থেলিস (খ্রিস্টপূর্ব ৬২৪-৫৬৯) বিখ্যাত সূর্যগ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণীর জন্য।
- পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা- রজার বেকন (১২১৪ – ১২৯৪) [তার মতে, পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত।।
- দোলকীয় গতি পর্যালোচনা, ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ ঘটান এবং আলোর তরঙ্গ তত্ত্বের উদ্ভাবন করেন- হাইগেন (১৬২৬- ১৬৯৫)।
- ধাতুর ভেজাল নির্ণয়ের সূত্র আবিষ্কার করেন- প্রাচীন গ্রিক গণিতবিদআর্কিমিডিস (গোলকীয় দর্পণের সাহায্যে সূর্য রশ্মিকে কেন্দ্রীভূত করে তিনি আগুন ধরানোর কৌশলও আবিষ্কার করেন)।
- 'সূর্যই সৌরজগতের কেন্দ্র এবং পৃথিবী ও গ্রহগুলো তার চারদিকে ঘুরেচলেছে।' এ মতবাদের প্রবক্তা- নিকোলাস কোপার্নিকাস।
- কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার (Photo-electric Effect) ব্যাখ্যা করে তত্ত্ব প্রদানকরেন- আলবার্ট আইনস্টাইন (এ তত্ত্বের জন্য তিনি ১৯২১ সালে নোবেল পুরস্কার লাভ করেন)।
- আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন- জার্মানির স্নেল (১৫৯১ – ১৬২৬)।
- আগুন, মাটি, পানি ও বায়ু এই চারটি মৌলের ধারণা দেন- পিথাগোরাস।
- প্রথম টেলিভিশন আবিষ্কার করেন- জন লগি বেয়ার্ড; ১৯২৬ সালে।
- গণিতের ক্যালকুলাস শাখার প্রবর্তন করেন- স্যার আইজ্যাক নিউটন।
- বীজগণিতের জনক- মুহম্মদ ইবনে আল খোয়ারিজমি এবং ডিওফেন্টাস।
- জ্যামিতির জনক-ইউক্লিড (তিনি ১৩ খণ্ডের 'The Elements' বইটি রচনা করেন)।
- ত্রিকোণমিতির জনক-হিষ্কারকাস।ঙ্গলাভাত
- ইংল্যান্ডে বিজ্ঞানবিষয়ক প্রতিষ্ঠান 'রয়েল একাডেমি' প্রতিষ্ঠিত হয়- ১৬৬০ সালে।
- গতিবিদ্যার জনক-গ্যালিলিও
পদার্থবিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক
আবিষ্কার | আবিষ্কারক | সাল | দেশ |
---|---|---|---|
প্লবতা | আর্কিমিডিস | ২১২ খ্রিষ্টপূর্ব | সিসিলি, ইতালি |
বিদ্যুৎ | উইলিয়াম গিলবার্ট | ১৫৭০ | যুক্তরাজ্য |
টেলিস্কোপ | গ্যালিলিও | ১৬১০ | ইতালি |
ক্যালকুলেটর | গটফ্রাইড উইলহেম লিমানিজ | ১৬৭১ | জার্ |
বাষ্পচালিত ইঞ্জিন | জেমসওয়াট | ১৭৬৯ | স্কটল্যান্ড |
টেলিভিশন | জন লগি বেয়ার্ড | ১৯২৬ | যুক্তরাষ্ট্র |
টেলিফোন | আলেকজান্ডার গ্রাহামবেল | ১৮৭৬ | যুক্তরাষ্ট্র |
মাইক্রোফোন | আলেকজান্ডার | গ্রাহামবেল | যুক্তরাষ্ট্র |
রেডিও | জি. মার্কনী | ১৮৯৪ | ইতালি |
রেফ্রিজারেটর | জেমস হ্যারিসন | ১৮৫১ | যুক্তরাষ্ট্র |
ডিজেল ইঞ্জিন | রুডলফ ডিজেল | ১৮৯৫ | জার্মানি |
পেট্রোল ইঞ্জিন | নিকোলাস অটো | ১৮৭৬ | জার্মানি |
রেলওয়ে ইঞ্জিন | স্টিফেনসন | ১৮২৫ | যুক্তরাজ্য |
ফনোগ্রাফ | টমাস আলভা এডিসন | ১৮৭৮ | যুক্তরাষ্ট্র |
বৈদ্যুতিক বাতি | টমাস আলভা এডিসন | ১৮৭৮ | যুক্তরাষ্ট্র |
কম্পিউটার | হাওয়ার্ড আইকেন | ১৯৩৯ | যুক্তরাষ্ট্র |
থার্মোমিটার | গ্যালিলিও | ১৫৯৩ | ইতালি |
ডায়নামো | মাইকেল ফ্যারাডে | ১৮৩১ | যুক্তরাজ্য |
এক্সরে | রন্টজেন | ১৮৯৫ | জার্মানি |
লেজার | টি এইচ মাইম্যান | ১৯৬০ | যুক্তরাষ্ট্র |
তেজস্ক্রিয়তা | হেনরি বেকেরেল | ১৮৯৬ | ফ্রান্স |
ফিশন | অটোহ্যান | ১৯৩৮ | জার্মানি |
পারমাণবিক বোমা | ওপেনহেইমার | ১৯৪৫ | যুক্তরাষ্ট্র |
রেডিয়াম, পলোনিয়াম | মাদামকুরি | ১৮৯৮ | পোল্যান্ড |
ডিনামাইট | আলফ্রেড নোবেল | ১৮৬২ | সুইডেন |
রাডার | এএইচ টেলর এবং লিও সি ইয়ং | ১৯২২ | যুক্তরাষ্ট্র |
বৈজ্ঞানিক যন্ত্রের ব্যবহার
যন্ত্রের নাম | ব্যবহার |
---|---|
অলটিমিটার | উচ্চতা নির্ণায়ক যন্ত্র। |
অ্যামিটার | বিদ্যুৎ প্রবাহ মাপক যন্ত্র। |
অ্যানিমোমিটার | বাতাসের গতিবেগ ও শক্তি পরিমাপক যন্ত্র। |
অডিওমিটার | শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র। |
ওডোমিটার | মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র। |
ক্যালরিমিটার | তাপ পরিমাপক যন্ত্র। |
কার্ডিওগ্রাফ | হৃৎপিণ্ডের গতি নির্ণায়ক যন্ত্র। |
ক্রোনোমিটার | সমুদ্রের দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র বা সুক্ষ্মভাবে সময় পরিমাপ করার যন্ত্র। |
গ্যালভানোমিটার | ক্ষুদ্র মাপের বিদ্যুৎ প্রবাহের অস্তিত্ব নির্ণায়ক যন্ত্র। |
জেনারেটর | যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরকরণ যন্ত্র। |
ট্যাকোমিটার | উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র। |
ড্রেজার | পানির নিচের মাটি কাটার যন্ত্র। |
পেরিস্কোপ | সাবমেরিন থেকে সমুদ্রের ওপরের জাহাজ দেখার যন্ত্র। |
ফ্যাদোমিটার | সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র। |
ব্যারোমিটার | বায়ুমণ্ডলের চাপ নির্ণায়ক যন্ত্র। |
ম্যানোমিটার | গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র। |
ল্যাক্টোমিটার | দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র। |
ক্রেস্কোগ্রাফ | উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র। |
সিসমোগ্রাফ | ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র। |
স্ফিগমোম্যানোমিটার | মানবদেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র। |
স্টেথোস্কোপ | হৃৎপিণ্ড ও ফুসফুসের শব্দ নিরূপক যন্ত্র। |
সেক্সট্যান্ট | সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র। |
হাইড্রোমিটার | তরলের আপেক্ষিক গুরুত্ব নির্ণায়ক যন্ত্র। |
হাইড্রোফোন | পানির তলায় শব্দ নিরূপণের যন্ত্র। |
রেইনগেজ | বৃষ্টি পরিমাপক যন্ত্র। |
গ্রাডিমিটার | পানির তলায় তেলের সঞ্চয় নির্ণায়ক যন্ত্র। |
জাইরোকম্পাস | জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র। |
হাইগ্রোমিটার | বাতাসের আর্দ্রতা মাপক যন্ত্র। |
ভৌত রসায়ন বিজ্ঞানের উন্নয়ন
তথ্য কণিকা
- বিজ্ঞানের যে শাখায় বস্তু বা পদার্থের গঠন, প্রস্তুত প্রণালী, ধর্মাবলী, ব্যবহার, তাপীয় ও বৈদ্যুতিক পরিবর্তন প্রভৃতি সুস্পষ্ট বিধিযোগে সুষ্ঠুরূপে পর্যালোচনা করা হয় তাকে বলে- রসায়ন।
- প্রাচীন ও মধ্যযুগীয় রসায়ন চর্চা পরিচিত ছিল- 'আল-কেমি' (Al-chemy) নামে।
- Al-chemy শব্দটি উদ্ভূত- আরবি 'আল-কেমিয়া' থেকে, যা দিয়ে মিশরীয় সভ্যতাকে বুঝানো হতো।
- আধুনিক রসায়নের জনক বলা হয়- ব্রিটিশ রসায়নবিদ জন ডাল্টনকে (১৭৬৬ – ১৮৪৪ খ্রি.)।
- আইরিশ রসায়নবিদ রবার্ট বয়েল (১৬২৭ ১৬৯১) ছিলেন- অন্যতম আধুনিক রসায়নবিদ।
- ১৯১১ সালে আলফা কণা পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস আবিষ্কার করেন- নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী আর্নেস্ট রাদারফোর্ড।
- পর্যায় সারণির জনক বলা হয়- দিমিত্রি মেন্ডেলিফকে।
- ইংরেজ রসায়নবিদ জোসেফ প্রিস্টলি অক্সিজেন আবিষ্কার করেন- ১৭৭৪ সালে।
- 'পরমাণু অবিভাজ্য তাদের সৃষ্টি বা ধ্বংস নেই' মতবাদটির প্রবক্তা- জন ডাল্টন।
রসায়নের শ্রেণিবিভাগ
১. জৈব রসায়ন | ৯. তড়িৎ রসায়ন |
২. অজৈব রসায়ন | ১০. তাপ রসায়ন |
৩. ভৌত রসায়ন | ১১. ফার্মেসি |
৪. ফলিত রসায়ন | ১২. চিকিৎসা রসায়ন |
৫. প্রাণ রসায়ন | ১৩. পলিমার রসায়ন |
৬. নিউক্লিয়ার রসায়ন | ১৪. বস্তুবিজ্ঞান |
৭. বিশ্লেষণমূলক রসায়ন | ১৫. পরিবেশ রসায়ন |
৮. ভেষজ রসায়ন | ১৬. তাত্ত্বিক রসায়ন |
রসায়নের কিছু আবিষ্কার ও আবিষ্কারক
আবিষ্কার | আবিষ্কারক | সাল | দেশ |
---|---|---|---|
অক্সিজেন | জোসেফ প্রিস্টলি | ১৭৭৪ | যুক্তরাজ্য |
হাই ড্রাজেন | হেনরি ক্যাভেন্ডিস | ১৭৬৬ | যুক্তরাজ্য |
ইলেকট্রন | থমসন | ১৮৯৭ | যুক্তরাজ্য |
প্রেটন | রাদারফোর্ড | ১৯১১ | যুক্তরাষ্ট্র |
নিউট্রন | চ্যাডউইক | ১৯৩২ | যুক্তরাজ্য |
বৈদ্যুতিক কোষ | আলেসান্দ্রো ভোল্টা | ১৮০০ | ইতালি |
ডিনামাইট | আলফ্রেড বার্নার্ড নোবেল | ১৮৬২ | সুইডেন |
শুষ্ককোষ | জর্জেস লেকল্যান্স | ১৮৬৪ | ফ্রান্স |
পারমাণবিক সংখ্যা | মোসলে | ১৯১৩ | যুক্তরাজ্য |